Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

চাইনা আমি এমনতরো কল্পনার বিজ্ঞান………..

: | : ২৫/০১/২০১৪

চাই না আমি এমনতরো কল্পগাঁথা বিজ্ঞান
যে বিজ্ঞানের কল্পকথা পড়লেই হতে হয় অজ্ঞান ।

মানুষের মস্তিষ্কের অনুভুতি গুলো
বিজ্ঞান করে দেয় এলোমেলো
ব্রেইনকে উন্নতি করতে
নিয়ে যায় সিলিকন ভ্যালিতে ।

বিজ্ঞান একাদেমীর পরিচালকের পুরাই মাথা নষ্ট
আবিষ্কারের নতুন মাত্রার যোগ দিতে দিনরাত করে কষ্ট ।

বিজ্ঞানীরা পাখির সাথে মিলিয়ে তৈরী করে মানুষের ছানা
অবাক কান্ড মানুষের হয় পাখির পাখনা, নাম হয় ইকারাসের ডানা ।

বাস্তব দুনিয়ারে বানিয়ে ফেলে ভার্চুয়াল
উলট পালট করে সুন্দর পৃথিবীর করে সব বানচাল ।

মানুষগুলো সব হয়ে যায় যন্ত্র মানব
মন হারিয়ে মানুষসব যেন হয় সব দানব ।

মরার আগে ঢুকিয়ে ক্যাপসুলে
ঠান্ডা ঘরে পাঠিয়ে চড়িয়ে দেয় যেন শুলে ।

অনন্ত শান্তির পৃথিবী করতে গিয়ে সন্ধান
মহাকাশযানে অনন্ত যাত্রার করে আয়োজন ।

পৃথিবীটারে করে জনমানবশূন্য
কল্পনার জগতে ঢুকে বিজ্ঞানীরা হয় ধন্য ।

পৃথিবীটা ভরে যায় হিংস্রতায়
মানুষগুলো মানুষকেই ধরে ধরে খায় ।

বাস্তব পৃথিবী পরিচালনায় নামে যে রোবট
কে মানুষ কে রোবট যায় না চেনা ঝটপট ।

হায় হায় চাই না আমি এমনতরো কল্পনার বিজ্ঞান
কল্পগাঁথা বিজ্ঞানের হিংস্রতায় আমি যে হারাই জ্ঞান ।

https://lh3.googleusercontent.com/-fbRoMLQ9nls/UMgWsr9__kI/AAAAAAAAJrA/nGoPZH8WUR4/s795/Untitled.jpg

গল্প-কবিতায়

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top