Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

পুরানো স্মৃতি

: | : ২৬/০১/২০১৪

(উৎসর্গ : আজাদ ভাইকে, যার একটি ছবি দেখে আমার এই কবিতাটি নির্মাণ ।)
**************************************************************

আখের ক্ষেতে ঘর
বরই নড়বর
ফাঁকা তাঁর তল
ভরে আছে বর্ষার জল ।

দাঁ-এ  চাঁছা বাঁশ
ছনের ক্ষেতের কাশ
এ-দুই তাঁরই অংশ
খেলেছি ক’জন মানব বংশ ।

কলা গাছের ভেলা
খেলেছি কতো খেলা
সেথায় তাতে যেতে হতো
কতবার যে…কতো……।

সে মাচায় বসে বসে
পেট ভরেছি আখের রসে
কেউ বড়শি পেতেছি আলে
কেউ বসেছি শিমুলের ডালে ।

কারো বড়শি নিয়েছে চোরে
কানে এসেছে সে কথা ভোরে
কারো নিল ছিপ মাছে টেনে
ভালো লাগলো মন থেকে তা-জেনে ।

********* সমাপ্ত ********
তারিখ :   ২৬-০১-২০১৪ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top