Top today
আমার ডায়েরী (২৬.০৮.২০০৩)
যারা ক্ষুদ্র দেহের প্রতি মমত্ববোধ দেখাতে গিয়ে বৃহৎ জীবনকে শংকিত করে তুলে তাদের জন্য আমার করুনাই হয় । কেননা তারা ক্ষুদ্র দেহ আর স্থূল জীবনের মাঝে কোন পার্থক্যেই উপলব্ধি করেন না । বরং দেহকে কৌমার্য রাখতে গিয়ে জীবনের কুমারীত্ব হারান । ফলে নিত্য আও্বার চেয়ে অনিত্য দেহ যে কোন অংশেই বৃহৎ নয় একথা তারা বেমালুম ভুলে বসেন ।
………………..নিঃশব্দ নাগরিক ।