Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ছোট্ট এই জীবনে…….

: | : ২৭/০১/২০১৪

০১।
ছোট এই জীবনে
কেন এত কষ্ট
দুদিনের দুনিয়ায়
সুখগুলো কেন হয় নষ্ট ।
প্রতিটি মুহুর্ত হয়
কেন এত তিক্ত
ভালবাসায় জীবনটা
কেন হয় না সিক্ত ।
কেন যে দুনিয়া নিয়ে
এত টানাটানি
কেন এত হা হুতাশ
স্বার্থ নিয়ে হানাহানি ।
ইচ্ছা করলেই আমরা
পারি থাকতে সুখে
সুখ-দু:খগুলো ভাগ করে
দাড়াই যদি রুখে ।
সুখ ধরা দিবেই দিবে
ধরা দিতে হবে বাধ্য ।
কষ্টগুলো ফিরে আসার
থাকবে না কোন সাধ্য ।

০২।
দোয়া করি….
দুর হয়ে যায় যেন
সকলের দু:খ বেদনা
ভুলে যেন যায় সবে
যতসব বঞ্চনা ।
দু:খগুলো ভুলে
সবে পায় যেন সুখের সান্ত্বনা
করি আমি আল্লাহর কাছে
এইটুকু প্রার্থনা ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top