Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বাবা

: | : ০৪/০২/২০১৪

বাবার চোখে স্বপ্ন ছিল
আশা ছিল মনে ,
আমি যেন বড় হই
বলে গুরুজনে ।

দেশের জন্য দেই প্রাণ
যেই সেই ক্ষণে ,
গরীবদের করব ধনী
নিজেরই ধনে ।

বাবার চোখে স্বপ্ন ছিল
আশা ছিল মনে ,
অন্যকে দিয়ে ধন
নিজে যাই বনে ।

প্রতিবেশীর চাইবো সুখ
আমি সর্বক্ষণে ,
আমার কথা বলবে দেশ
বলবে লোকজনে ।

********* সমাপ্ত **********
তারিখ : ০৯-০৬-২০১১ ইং ।
1321390646Bangladesh[Jibonbarta.com]

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top