Top today
কারো নামের সাথে নাম মিলে গেলে আমার কোনো দোষ নাই
আরজু আপু ভূত দেখেই, চিৎ হয়ে যায় পড়ে
চলন্তিকার ব্লগাররা সব, মরছে নাকি ডরে
রুহুল আমিন, মিন্টু জিয়া, বৈদ্য নিয়ে খাড়া
আমির হোসেন এসব দেখে, দিল ভীষণ তাড়া
ভূতের ডরে আরজু আপু, করছে আবল-তাবল
পথ্য-পানি যা দিয়েছে, খাচ্ছে ডাবল-ডাবল
ছুটে আসে মাহবুব এবং, শান্ত, স্বপ্নিল রায়
মালেক, মিন্টু মিলন বনিক, করছে হায় হায়
মাহবুব,কাশেম, রুহুল আমিন, পড়ছে ভীষণ ফাঁদে
আরজু আপু যাকে পায়, তাকে ধরেই কাঁদে
কান্নাকাটি শেষ না হতে, এলেন মডারেটর
কানে ধরে ভূত তাড়িয়ে, ভাঙলো সবার ডর