Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

রোদের দেশে মেঘের বাড়ি……

: | : ২৮/০১/২০১৪

রোদের দেশে মেঘ করেছে বাড়ি
আলোর সাথে রোদ নিয়েছে আড়ি।
মেঘের বাড়ির উঠোন যেন ধূ ধূ বালুচর,
রোদের বাড়ি নিকষ কালো বন্ধ আলোঘর
রোদের জমি দখল নিল দুষ্ট মেঘের দল
আলো বিনে রোদের চোখে ঝরে অশ্রু জল।
মেঘের বাড়ি দিন নেই, আছে শুধু রাত
রোদের দিনে আঁধার ডাকে বাড়িয়ে দু হাত।
মেঘের আকাশে উঠে না আর রূপালী সেই চাঁদ
উছলে পড়ে না আলো সেথা ভাঙ্গে না চাঁদের বাঁধ।
মেঘ আকাশের সব নীল; গেছে মুছে ধুয়ে
কালো আকাশে তারারাও পড়েছে যে শুয়ে।
রোদ ছাড়া সুখে নেই মেঘেরাও আজ
মেঘহীন রোদের বাড়িও আঁধারের সাজ ।
মেঘ ছাড়া যেমন হয় না পূরণ রোদের অনুভূতি
মেঘও নয় সম্পূর্ণ; যদি না নেয় রোদের অনুমতি ।
রোদের স্পর্শে মেঘেরা যায় ভালবাসায় গলে
মেঘ রোদ মিলেমিশে আনন্দে নিভে জ্বলে।
রোদের পাশে মেঘ ক্রমশ: হয়ে থাকে ঘূর্ণ
মেঘ রোদ বিনা হয়না জীবন সুখে দুখে পূর্ণ।
জীবন জুড়ে চলে শুধু মেঘ রোদের খেলা
দুখে কালো মেঘ, সুখে ভাসায় শুভ্র মেঘের ভেলা ।
https://lh4.googleusercontent.com/-lyxJPCc6NHE/UuZDRw0rVfI/AAAAAAAAZVQ/z-v8ECEh6kI/w553-h359/11092.gif

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top