সংসদ ভবনে মল!
আমরা জানি জাতীয় সংসদ ভবনকে দেশের সর্বোচ্চ নিরাপদ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়। এ ভবন থেকেই রাষ্ট্র পরিচালনার জন্য যাবতীয় আইন পাশ হয়। এ ভবন থেকেই রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারিত হয়। সংসদীয় কার্যক্রম, মন্ত্রী, চেয়ারপারসন এবং স্ট্যান্ডিং কমিটির অফিস রয়েছে এই ভবনে। কিন্তু গত ২৮ জানুয়ারি মঙ্গলবার জাতীয় সংসদের ভেতরে এক ভিন্ন পরিস্থিতির দেখা মেলে। সেখানে আমরা দেখতে পাই ষষ্ঠ তলার সাংবাদিক লাউঞ্জ থেকে তৃতীয় তলায় অবস্থিত বিরোধীদলীয় নেতার কার্যালয়ের যাওয়ার পথে পঞ্চম তলায় সাংবাদিক গ্যালারি-২-এর সিঁড়িতে কেউ সেখানে মলত্যাগ করে রেখেছেন। সিঁড়ির আরো কিছু স্থানে মানুষের নতুন ও পুরাতন মল দেখা যায়। এ কিসের আলামত। এখানে এমন অসুভ কাজ করতে পারে এমন লোক কিভাবে যায়?
সরকারের উচিত যারা সংসদ ভবনের মতো এমন পবিত্র স্থানে মলত্যাগ করে তাদেরকে খুঁজে বের করে শাস্তি প্রদান করা। যারা সংসদ ভবনের সিকিউরিটির দায়িত্বে আছে তাদেরকে জিজ্ঞাসা করা।