Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

দাদা নাতির গল্প

: | : ২৯/০১/২০১৪

http://1780749_592232137511496_1137591938_n

বুড়ো দাদা বুড়ো দাদা
আমায় একটি অংক দাও করে,
দুইয়ে দুইয়ে হলে চার
বসবে কতো খালি ঘরে ।

নাতির কথা শুনে দাদা
মগ্ন গভির ধ্যানে,
কখন দাদার ছাড়বে ধ্যান
রাত্রে নাকি ব্যানে ।

দাদার হাল দেখে নাতি
মনে পেলো ভীষণ ভয়,
দাদীকে ডেকে নাতি
অংকের কথা কয় ।

কি দেখে বিয়ে করলে
এমন বুড়ো হাবা ,
বুড়ো পারেনা সহজ অংক
বুড়ো আবার মেজাজ দেখায় বাবা !

********* সমাপ্ত **********
তারিখ : ২৩-০৫-২০০১ ইং ।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top