Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

হে স্বাধীনতা

: | : ২৯/০১/২০১৪

হে স্বাধীনতা,
তোমাকে পাবো বলে,
থামিয়ে রেখেছি অগ্রাহায়নের নবান্ন,
শুকিয়ে রেখেছি ডালের নাড়ু,
সজিনার ডাটার সাথে ডাল,
তুলে দেবো তোমার তরে,
তুমি যে বাংলার স্বাধীনতা।

হে স্বাধীনতা,
তোমাকে পাবো বলে-
ফেলিনি চোখের পলক, লড়েছি দীপ্ত তেজে,
যদি বিদ্ধ হয় শেল বুকে,
মরে যাবো খোলা রেখে চোখ,
তোমায় দেখবো বলে।

হে স্বাধীনতা,
সেইতো তুমি এলে,নিঃস্ব করে আমায়,
কেড়ে নিয়ে আমার বুক থেকে,
মা, বাবা, ভাই, বোনকে
ক্ষতবিক্ষত করে বাংলার বুক।

হে স্বাধীনতা,
তোমাকে দেখবো বলে,
কাটিয়েছে সহস্র বিনীদ্র রজণী
অপলক নয়নে শংকিত হৃদয়ে
দাঁড়িয়ে মৃত্যুর দুয়ারে।

হে স্বাধীনতা,
পে্যেছি তোমায় লাখ শহীদের
রক্তের বিনিময়ে,
তবে আজো কেন রক্ত ঝরে?
রঞ্জিত হয় বৈশাখী মেলা, বুকের তাজা রক্তে?
এ কেমন তৃষ্ণা তোমার?

হে স্বাধীনতা,
পেয়েছি তোমায় রক্তের বিনিময়ে,
রক্ষিব তোমায় রক্তেই,
তবু পারনা কি তুমি,স্তব্ধ করে দিতে তাদের,
যারা বাংলার আকাশ,বাংলার বাতাস,
বাংলার মাটিকে করছে কলুষিত,ঘৃণিত পদ চারণে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top