Top today
হৃদয়পুরে দেশান্তরী-১৫
আপন মনে ছিলাম ডুবে নিজের ভেতর একা;
ঘরের কাছে ঘর তোমাদের হাজার বারের দেখা।
হঠাৎ সেদিন মনের ভেতর লাগলো হুলস্থুল !
আমার জন্য যেদিন তুমি বাঁধলে তোমার চুল !
আপন মনে ছিলাম ডুবে নিজের ভেতর একা;
ঘরের কাছে ঘর তোমাদের হাজার বারের দেখা।
হঠাৎ সেদিন মনের ভেতর লাগলো হুলস্থুল !
আমার জন্য যেদিন তুমি বাঁধলে তোমার চুল !