নৈ:শব্দের জগতে হাজার রঙ ছড়ানো…..
তুমি দেখতে পাও না?
নৈ:শব্দের জগতে ছড়িয়ে হাজার রঙ
গায়ে মাখবে কি? লাল সবুজ হলুদ কমলা…
কোন রঙ নেবে বলনা? আমাকে শুধু নীল রঙটা দিও ।
শুনতে পাও না তুমি?
বাতাসে ভেসে বেড়ায় না বলা কথাগুলো
ভালবাসার অনুরণন তুলে কথারা;
হাত বাড়িয়ে ধর না হয়; বুক পকেটে রেখে দিও..
মাঝে মাঝে বের করে শুনো..
কথায় লুকিয়ে আছে শুধুই ভালবাসা ।
উড়তে চাও কি তুমি?
আকাশনীলে উড়ে বেড়ায় হাজার রঙের প্রজাপতি…
একটি প্রজাপতি হই আমি….
খুঁজো নি কেন এতদিন?
নির্নিমিখ দৃষ্টিতে খুঁজে দেখ একবার
বলতো কোন প্রজাপতিটি আমি…?
পাও যদি খুঁজে কল্পনার আকাশনীলে আমায়
তোমায় নিয়ে উড়বো সীমান্ত ছেড়ে।
ভাসবে নাকি সাথে আমার?
বিকেলের মিঠে রোদে আছড়ে পড়ে ঢেউয়ের লুকোচুরি…
আকাশ সাগর মিশে গেছে দৃষ্টির প্রান্ত ছুঁয়ে;
গাংচিলরা উড়ে বেড়ায় বাতাসের সাথে..
ঢেউয়ে ঢেউয়ে ভাসি আমি;
গাংচিল, পাহাড় আর রূপালী রোদের ঝিলিমিলি সাথী করে…
দিন ফুরায় ঢেউয়েরা ফুরায় না…
নীল জলের গর্জন…. অন্তরটা হয় প্রশস্ত,
এ এক অব্যক্ত অন্যভূতি….
ঢেউয়ের পর ঢেউ শিহরণ জাগায় মনে
নিমীল নয়নে ভাব তো একটিবার আমায়!
ভাসছ ডুবছো তুমি আমারই সাথে;
তুমি চাইলে তোমায় নিয়ে ভাসতে পারি অনন্তকাল ধরে।
(নিমীল নয়নে-চোখ বুজে)
(নির্নিমিখ-অপলক চেয়ে থাকা)