Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

মায়ার সংসার ৫ম পর্ব

: | : ৩০/০১/২০১৪

মায়ার সংসার ৪র্থ পর্বের পর ….

মায়া নান্টুকে নিয়ে তুলি ভাবির বাসায় গেল আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে। বাসা ভর্তি লোক । সবাই তার অচেনা। মৌমিতার সাথে নান্টু ভিতরে এক রুমে গেল, সাথে মৌমিতার আরও অনেক বন্ধু বান্ধব। মায়া তুলি ভাবির সাথে দেখা করে এক রুম গিয়ে বসলো। তুলি ভাবি খুবই ব্যস্ত। বাসায় লোকজনের আনাগোনা ও সাজসজ্যা দেখে এতক্ষণে মায়া বুঝতে পারল আজ মৌমিতার জন্ম দিন। মৌমিতার জন্য কিছুই আনা হয় নাই। মনে মনে খুব লজ্জা বোধ করছে । মায়া গিয়ে মৌমিতাকে জন্ম দিনের উইশ করে এক রুমে চুপ করে বসে রইল। নান্টুর জন্ম দিনের কথা ভাবছে মায়া। ছেলের একটি জন্ম দিন ও এভাবে করা হয় নাই। তুলি ভাবির স্বামী একজন বড় ব্যাবসায়ী তাই বাসায় অনেক নামি দামি লোক এসেছে । খুব সুন্দর বাসা সাজানো গোছানো। মায়া দেখে আর মুগ্ধ । তুলি তার অনেক বান্ধবির সাথে মায়াকে পরিচয় করিয়ে দিল। শিশির ছাড়া এত বড় অনুষ্ঠানে মায়া একা এই প্রথম। ভাল লাগছে কিন্তু মনের ভিতর যেন শূণ্যতা।
সবাই যার যার মত ব্যস্ত। রাত প্রায় ১১টা।মায়া বার বার ঘড়ির দিকে তাকায়।
অনেক দূর যেতে হবে, সকালে ছেলের স্কুল নিজের অফিস। খাবারের কথা বলতে ও লজ্জা পাচ্ছে। বুফে খাবার দেয়া আছে যে যার মত খাবার নিয়ে খাবে কিন্তু মায়া বুঝতে পারছেনা। তুলি ভাবি দেখল মায়া খাবার নিচ্ছেনা, মায়াকে খাবার নিজে তুলে নিতে বলল।
মায়া দেখল এক রুম জোনাকি পোকার মত আলো জলছে আর নিভছে । উকি দিয়ে দেখল তুলি ভাবির স্বামী ও আর বেশ কিছু মেহমান সিগারেট ফুকছে এবং সাথে গ্লাসে রঙ্গিন জাতীয় পানি পান করছে ।
তুলি ভাবির স্বামী মায়াকে : ও ভাবি বসেন একটি গ্লাস এগিয়ে দিল ।
মায়া: ধন্যবাদ। ভাই আমি খাব না।
অনেক অনুরোধের পর গ্লাসটি নিল কিন্তু মুখে দিয়ে সে বুঝল এটা তার জন্য নয়। সে কৌশলে রুম থেকে বেরিয়ে এসে গ্লাসটি পাশে রেখে দিল। খাবার শেষে বাসায় ফেরার পালা রাত তখন ১২টা ছুঁই ছুঁই । রাস্তা প্রায় ফাঁকা।
নান্টুর চোখে ঘুম ঘুম। নান্টুকে কোলে নিয়ে মায়া তুলির ভাবির কাছে থেকে বিদায় নিল। তুলির ভাবি মায়াকে একটি চাবি ধরিয়ে দিয়ে বলল নিচে ড্রাইভার আছে তোমাকে বাসায় পৌছে দিবে।
মায়া তো ভীষণ খুশি । চাবি নিয়ে নিচে গিয়ে দেখে কোন লোক নেই। চাবি নিয়ে আবার উপরে এল।
এসময় তুলি ভাবির স্বামী (জামান সাহেব) মায়াকে : ভাবি গাড়ির চাবি কেন?
মায়া: ভাই এ চাবির ড্রাইভারকে তো খুঁজে পেলাম না।
জামান: হা হা করে হাসল। এ গাড়ির ড্রাইভার আমি। তুলি ভুল চাবি দিয়েছে। আর ঐ গাড়ির ড্রাইভারকে আমি একটু আগে ছুটি দিয়েছি।
মায়া: ভাই তা হলে চাবিটা রাখেন। আমি একটা সি,এন,জি নিয়ে যাব।
জামান : ভাবি দাড়ান। এই বলে সে তুলির রুমে ঢুকল। কিছুক্ষণ পরে এসে বলল চলেন।
মায়া : কোথায় ?
জামান: আপনার বাসায় ।
মায়া: আপনি ?
জামান: হ্যাঁ, আমি আপনাকে পৌঁছে দেব।
মায়া: না ভাই , দরকার নেই।(মনে মনে ভয় পায়)।
জামান: ভাবি ভয় পাওয়ার কিছু নেই, আমি তো ভাল গাড়ি চালাই।
মায়ার ভয় অন্য খানে। জামান সাহেব নাছোরবান্দা সে নিয়ে আসবে। মায়া তাই রাজি হল।
মায়া নান্টুকে নিয়ে গাড়ির সামনের সিটে বসল। গাড়ি চলছে । মনের ভিতর ধুক ধুক করছে । এত বড় ব্যবসায়ী তাকে বাসায় পৌছে দিবে তা আবার নিজে ড্রাইভিং করে।
কিছু দূর পার হওয়ার পর:
জামান : ভাবি লোকেশনটা বলে দিয়েন।
মায়া : রামপুরা ।
জামান : ভাই এলোনা কেন?
মায়া : সে বিদেশ (ভয়ে ভয়ে)।
জামান : ব্যবসা করে বুঝি ?
মায়া : না।
জামান : বেড়াতে গেছে বুঝি ? আপনাকে নিল না ?
মায়া: না,(মনে মনে ভাবে ভাই তাহলে মনে হয় আমার কথা সব জানেনা,তুলি মনে হয় সব বলেনি)
জামান: ভাবি একদিন আমার অফিসে আসেন ।
মায়া : আসব তুলি ভাবিকে নিয়ে আসব।
জামান: একাই আসুন না।
মায়া : না ভাবিকে নিয়েই আসব।(মনে মনে ভাবে লোকটার মতলব কি)
জামান : ভাবি আসেন একদিন দুপরে অফিসে লান্স করি আর ব্যবসার কথা আলাপ করা যাবে।
মায়াতো আরো ভয় পেতে শুরু করল।লোকটার মতলবতো আসলেই ভাল না।
জামান সাহেব মায়াকে কথা গুলো বলে আর তাকায় ।আসলে সে মায়াকে পরীক্ষা করছিল।
ভাবি এসে গেছি । অফিসে আসবেন কিন্তু।
মায়া: আচ্ছা ভাই , ধন্যবাদ। এই বলে মায়া বাসায় চলে গেল আর জামান সাহেব তার বাসায়।
রাত অনেক দেখে মায়ার মা বাসার সামনেই ঘোরাঘুরি করছিল। সে দেখলো একটা পুরুষ লোক মায়াকে নামিয়ে দিয়ে গেল। মায়ার মা মুখ ভার করে জিজ্ঞেস করল : লোকটা কে ?
মায়া: তুলি ভাবির স্বামী।
মায়ার মা: তুই একা আসতে পারলিনা।
মায়া : সে নিয়ে এল তাই ।
মায়ার মা: শোন বেশি লোভ করিসনা ।
মায়া: মা তুমি কি বলছ ?
মায়ার মা: তুই যা তার মধ্যেই থাক ।
মায়া: মা তুমি আমাকে ভূল বুঝতেছ।
মায়ার মা: আমি বেশি কিছু বুঝতে চাইনা।তুই আর ওনার গাড়িতে উঠবিনা।
মায়া: আচ্ছা । মায়া মনে মনে পথের কথাগুলো ভাবতে লাগল। মা কিভাবে বুঝল ঐ লোক আমাকে তার অফিসে যেতে বলেছে । না কি ভাবছি। রাত অনেক,ঘুমিয়ে পড়ল।

মায়ার সংসার ৬ষ্ঠ পর্ব….

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top