ফিরে যেতে চাই
মাঝে মাঝে কিছু ভাবনা
ভাবতে ভাবতে হঠাৎ হারিয়ে যায়।
মাঝে মাঝে কিছু কথামালা
কবিতার জন্ম দেবার আগেই হঠাৎ হারিয়ে যায়।
তারপর বহু চেষ্টাতেও তাদের খুঁজে পাওয়া যায় না।
আমি ভাবতে থাকি, আমি খুঁজতে থাকি
কিন্তু কোনভাবেই তাদের আর নাগাল পাই না।
যেমন স্বপ্ন একবার দেখে ফেলি সে স্বপ্নে আর ফিরে যাওয়া যায় না।
কিন্তু আমি ফিরে যেতে যাই সেই ভাবনার আলোকে
আমি ফিরে যেতে চাই ভাবনার সেই অতীত মুহুর্তে
যেমন মাঝে মাঝে সেই স্বপ্নে ফিরে যেতে ইচ্ছে করে যা আগে দেখেছিলাম,
ইচ্ছে করে সেই স্বপ্ন আবার দেখতে যা আগে ছিল কোন ঘুমে।
হঠাৎ হঠাৎ ঘুমের মধ্যে আনমনেই পুরোনো স্বপ্নকে খুঁজে ফিরি
কিন্তু পাই না। দিনের পর দিন খুঁজে ফিরি।
অলৌকিকতার অতিথেয়তায় অজান্তেই খুঁজে পাই নিজেরে।
কিন্তু পাই না পুরোনো প্রিয় স্বপ্নগুলো আবার ঘুমের প্রাসাদে।
প্রতিবাদ করতে ইচ্ছে করে, বিদ্রোহ করতে ইচ্ছে করে।
আমি ফিরে যেতে চাই হারানো ভাবনায়,
হারানো স্বপ্নে।
প্রিয় ভাবনায়, প্রিয় স্বপ্নে।
৩১১৪, ঢাকা।