Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

নব প্রজন্মের স্বপথ

: | : ৩১/০১/২০১৪

আজো ডাক শুনি বিধ্বংসী সাগরের,
গর্জে উঠতে চায় তারা,
যারা জেগেছিল একবার বাযান্নতে,
একাত্তুরে।
নির্মম উত্তপ্ত বুলেট,
শান্ত করতে চেয়েছিল সে গর্জন,
মাটি চাপা দিয়ে,
নিশ্চিন্তে ঘুমাতে চেয়েছিল রক্ত চুষার দল,
লুকিয়েছিল একদিন নিজেকে বাঁচাতে
জনতার রুদ্র রোষ থেকে,
বেঁচে ছিল নিজেকে শামুকের মত
খোলসের ভিতর ঢুকিয়ে।
আমি দেখতে পাই সেই
কাল বুশেখীর ভৈরবী নৃত্য,
ধ্বংসের তান্ডব লীলা,
ভেঙ্গেচুরে গুড়িয়ে দিতে তাদের,
যারা রক্তে রাঙ্গিয়েছিল বঙ্গের মাটি
বাঙ্গালীর শোণিতে।
চেয়ে দেখ হে বঙ্গের সন্তান,
দাঁড়িয়ে আছে তারা ঈশাণ কোণে
আজও সজ্জিত কাল বুশেখীর
কাল মেঘের আড়ালে,
অগ্নি ঝড়া চোখে তোমাদেরই প্রতিক্ষায়।

হে বাঙ্গালীর অদম্য সন্তান,
আমরা ভুলিনি তোমাদের।
যে রক্তের দামে কিনে দিয়েছ স্বাধীনতা,
রক্ষিব মোরা তা রক্তেরই বিনীময়ে।
যে বাংলার জন্য চলে গেছ তোমরা
না ফেরার দেশে,
সেই বাংলার মাটিতে হানাদারের দোসরদের
বিচরণ করতে দিবনা কিছুতেই।
এ অঙ্গীকার আজ তোমাদের কাছে
আমাদের।

কেঁদোনা তোমরা,
চোখের ঐ ঝড়া অগ্নি, সে কি পানিতে নিবে?
তোমাদের রক্তে গড়া যে বংশধর,
সে কি পারে ঘুমিয়ে থাকতে?
মেঘে ঢেকেছিল সূর্য ক্ষণিকের তরে,
আবার বিচ্ছুরিত হবে অগ্নি,
দুর্বার গতিতে ছুটে আসবে স্ফুলিঙ্গ।
প্রয়োজনে রক্তের বিনীময়ে রক্ত,
নিশ্চিহ্ন করে দেব এ দেশ থেকে,
দেশদ্রোহী ঘৃণিত কুকুরদের
চির তরে।

ভেব না তোমরা,
ঘুমিয়ে ছিল যারা, জেগে উঠছে তারা,
আজ প্রতিরোধের দূর্গ গড়ে তুলতে,
প্রতি দোরে দোরে।
গা নাড়া দিচ্ছে আজ আবার
বাঙ্গালীর সন্তানেরা,
জানতে চাচ্ছে তাদের রক্তের ঝৃণ কত?
তাইতো দিকে দিকে ধিকৃত হচ্ছে
ঘৃণিত হায়ানের দোসরেরা।
দেশ ব্যাপী এ জোয়ার,
এ দুর্দমনীয় স্রোত ঠেকাবে এ সাধ্য কার?
দেশ থেকে নিশ্চিহ্ন হবে দেশদ্রোহী
হায়ানের দল।
নব প্রজন্মের নিকট এ মোর রক্ত ঝড়া
অঙ্গীকার। ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top