সব হতে চাই……..এই আমি…….
হতে চাই আবার ছাত্র…..
সবার আদরের পাত্র,
জীবন বাজি জ্ঞানের সাধনায়
মুগ্ধ সবে আমার প্রতিভায়।
তরুণ হয়ে যাই যদি আবার
বন্ধু হব, প্রিয় হব সবার।
সাহায্যের হাত বাড়িয়ে
সীমানা ছাড়িয়ে,
অসহায়দের নিয়ে
সমাজের কাজে নিজেকে দিব ছড়িয়ে ।
সবুজ প্রাণের মায়ায় জড়িয়ে
গিরি-সাগর জলে যাব হারিয়ে।
কৌতুহলে ছুটব
অন্যায়চারিতা রুখব।
ডাক্তার যদি হতে পারি
গরীবের দু:খ নেবে আড়ি,
রোগী দেখব বাড়ি বাড়ি
পায়ে হেঁটে পথটুকু দেব পাড়ি।
কম ভিজিটে দেখবো রোগী
মুখখানা থাকবে রাগী রাগী,
সেবা দিব দুস্থদের রাত জাগী;
বেলা শেষে অপেক্ষার প্রহর তার লাগি।
দোকান দিব হব মুদি, করব সওদা
বেচব চাল, ডাল নুন আর আটা ময়দা,
সঠিক মূল্যে করব সওদা, দিলটা রেখে সাদা।
হাসি মুখে লুটব ফায়দা, বেঁচা বিক্রির এইত কায়দা।
মেশাব না খাদ্যে ভেজাল
মনে রাখব না স্বার্থের জঞ্জাল।।
ভেজালহীন খাদ্যে শুরু হবে সকাল
সুস্থ সুন্দর সমাজে পড়বে না আকাল।
ব্যবসা করব, বড়লোক হবো
অভাববোধ থাকবে না কভু
স্যুট টাইয়ে হবো বাবু
বিরিয়ানি পোলাও অনেক খাবো।
ব্যবসার টাকায় হবো হাতেম
দান করব,সেবা দিব, হয়ে খাদেম।
উচুঁ নিচু সবার সাথে থাকবে প্রেম,
খেলে যাব সহজ সরল জীবন গেম।
উকিল হব, হবো মুক্তার
উচিৎ সম্মান দিব ভুক্তার।
শিল্পী হবো, হব স্টার
দুনিয়া জুড়ে হবে নাম আমার।
সব হতে চাই, এই আমি
সবার কাছে হবো দামী,
আমায় ভেঙ্গে একশ দুইটা করে দাও অন্তর্যামী
শতেক রূপের মাঝে হারাব আমি দিবসযামী।