Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

একটা….. তোমাকে নিয়ে

: | : ৩১/০১/২০১৪

 

আজ একটা কাজ করবোই

যা করতে পারিনি অনেক দিন

অনেক চেষ্টা করেও

বার বার হেরে গিয়েও,

মন বসাতে পারিনি…

অধৈর্য হয়েছি অনেকবার

তবু ছাড়তে পারিনি ইচ্ছে

সেই কাজটি আজ করেই ফেলবো….

 

তোমার ছায়া দেখেছি

চোখের কাজলে স্বপ্ন একেঁছি,

রাতে ঘুমালেও

মনে হয়েছে তোমাতেই মিশে আছি

সব ইচ্ছেগুলোকে একসাথে করে

অনেক বার বসেছি

তোমকে চিন্তা করে করে,

তবুও কেনই জানি পারিনি…

হয়ত বেশী ভালোবাসার আকুতির কারনেই

নতুবা ভয় অথবা

ভালো হবে না ভাববে তুমি

তাই কাজটি করাই হয়নি আমার ।

আজ আমি করেই ফেলবো

যে কাজটি করা হয়নি অনেক ইচ্ছা করেও

এতটুকু মনের অপারগতায়

সেই কাজটিই…

হ্যা, একটি কবিতা লিখবোই

তোমাকে নিয়ে,

ভালোবাসার কবিতা….

হোকনা তা আনারি হাতে,

হেটেঁ হেঁটে হোচট খাওয়ার মত

অথবা একেবারেই কচিপাতার মত নরম

হাতে লেখা………

একটা কবিতা লিখবোই তোমাকে নিয়ে….।

(সাঈদ চৌধুরী, রচনাকাল রাত ১২টা, ৩০.০১.১৪ইং)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top