Top today
প্রিয় চন্দ্রা
প্রিয় চন্দ্রা
কি আশ্চর্য,তোমাকে ভুলে বেশ আছি।তোমাকে নিয়ে আমার ছোটমানুষী ভাবনাগুলো আজ বড় হাসায় আমাকে।কত কি না ভেবেছি তোমাকে নিয়ে,সেগুলোই আজ আমাকে বড় বেশি বিস্মিত করে।কত আবেগ,কত উত্তেজনা,চোখ ফেটে কান্না,অবহেলা,রাগ-অভিমান;এতসব কোথায় গেল কিছুতেই ভেবে পাই না।এমনও মনে হয়েছে,তোমাকে ছাড়া আমার কিছুতেই চলবে না।তোমাকে আমার লাগবেই লাগবেই।এসব চাওয়াগুলো একেবারে মূল্যহীন হয়ে গেল,এমন যে হবে সেতো স্বপ্নেও ভাবতে পারি না।আজ আমি চলছি, ফিরছি, হাসছি-অথচ এসবের সাথে তুমি একেবারেই মিশে নেই;ভাবতেই বড় বেশি অদ্ভুত লাগে।সে হয়তো তুমি বুঝতে পার।এখন যে আর তোমার সাথে কোনভাবেই যোগাযোগ করি না।খুব খুশি যে হয়েছ,তা আর বলার অপেক্ষা রাখে না।তোমার ঐ খুশিটুকুই যে আমার জীবনের সেরা পাওনা।
ইতি
সমুদ্র