Top today
নষ্ট উত্তরাধিকার
বিমূঢ় কালোমুখোশ পরা আধার রাত,
তুমি এসেছো আমার ঘরে ।
আমি কিন্নর নষ্ট উত্তরাধিকার,
চেয়ে দেখো আমায় বিমর্ষ দীর্ঘশ্বাসে ।
অপরুপ বিদ্যুৎ ঝলকে
স্নিগ্ধ ক্ষুধিত আত্মায়
শতাব্দী কাল ধরে ।
তোমার কামার্ত শরীরের অঙ্গনে,
ক্লান্ত স্পর্শে জেগে থাকে হৃদয় ।
ব্যস্ত নগরীর বাসের ভীরে
বিপন্ন রাজপথে
গলির মোড়ে মোড়ে দাড়িয়ে
দেখেছি তোমায় চোর চোখে ।
শীতল কংক্রিটে মিশে যায়
সব স্বপ্ন আকাঙ্খা।
মুমূষু ভালোবাসা চোখের জল ফেলে ।
আমি শুধু চেয়ে থাকি,
দুবোধ্য গ্রন্থের মতো অপলকে ।
তোমাকে দেখি নিঃশব্দ আধারে
খসে যাওয়া তারায় ।
নষ্ট কামনা পরোহিতের বেশে
কাজল ভাঙ্গা চোখ ছুয়ে যায় ।