Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

প্রভাত ফেরী

: | : ০১/০২/২০১৪

ঐ দেখো মা দলে দলে
ফুলের তোরা হাতে তুল ।
নাঙ্গা পায়ে সারি সারি
এটাই কি মা প্রভাত ফেরী?
দুঃখের গান মা হৃদয় জুড়ে
গাইছে সবাই সমস্বরে ।
আজকে যে মা শহীদ দিবস
এই দিনেতে হয়োনা অলস ।
শহীদেরা যুগ যুগ ধরে
চেয়ে আছে মোদের তরে।
আমরা যদি না যাই সবে
দুঃখ তারা পাবেই পাবে ।
ভাষা শহীদ হলো যারা
মানব কুলে ধন্য তারা ।
তাদের লক্ষ প্রাণের আশা
পূরণ করতে হবেই হবে। ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top