Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ইচ্ছে করেই ………..

: | : ০৩/০২/২০১৪

ইচ্ছে করেই পাশে পাশে হাঁটি
পায়ের নিচে নরম ভেজা মাটি,
মিছে নয় তো ভাল লাগা, সত্য, খাঁটি;
পাদুকা হাতে নিয়ে,

দুর্বা ঘাসে তোমার পাশাপাশি হাঁটি।

ইচ্ছে করেই তোমার পাশ ঘেষে বসি
স্পর্শ পেতে কাছাকাছি মিশি,
আলো ছড়ায় আমার চারপাশ, খুশিতে শশী;
ইচ্ছে করে একাই, মিছেমিছি ভালবাসি।

ইচ্ছে করেই চোখে চোখ রাখি
অপলকে চেয়ে থাকি, রেখে দুটি আঁখি,
মিলন দুই আঁখির,পারো না দিতে ফাঁকি,
বুঝেও বুঝো না যে, ইশারায় কাছে ডাকি।

ইচ্ছে করেই ভাবি তোমায়, খেয়ালে বেখেয়ালে
ডুবি তোমাতে আঁখি বন্ধ করে, মাথা ঠেকিয়ে দেয়ালে,
এই বুঝি ঠোঁট জোড়া, ললাটে ছোঁয়ালে;
ইচ্ছে করেই ভাবি, তোমার স্পর্শ,

অনুভুতি, অনুভব এই বুঝি গায়ে মাখালে।

ইচ্ছে করেই তোমার সুরে সুর মিলাই
আমার ভাবনাগুলো তোমাতে বিলাই,
তোমার ভালবাসার আলো, বুকে জ্বালাই;
ইচ্ছে করেই এবার আমি,

দুরে বহুদুরে তোমা হতে পালাই……..  tongue
===========================================
https://lh3.googleusercontent.com/-qr8zvH1b26o/Uhsn4waNs6I/AAAAAAAAV5Y/xB6g8dwcDEE/w506-h281/tumblr_m3g7odgFuZ1rsd7noo1_500_large.gif

সব কাল্পনিক …….

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top