Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বপ্ন দেখি

: | : ০৩/০২/২০১৪

 

 

স্বপ্ন দেখি সংগোপনে
এমন নেতা আসবে
দলের থেকে দেশকে
তিনি বেশী ভালবাসবে;

 

আজ জনতা উৎসুক ভরে
চেয়ে আছে তাহার পথে
আসবে ওরে আসবে চড়ে
পঙ্খী রাজের সোনার রথে।

——————————–

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top