Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

কেউ যেন শুনতে না পায়

: | : ২৫/০৬/২০১৩

আজ এই গোধূলিবেলায় তোমাকে হৃদয়ে গেঁথে

জনহীন খোলা মাঠে আমি বসে আছি নির্বিকার;

নৈঃশব্দের বুক চিরে

এই মনের গভীরে

তীরভাঙা ঢেউ তুলে কেন ফিরে যাও বার বার?

ওগো, কোন শব্দ নয়— যদি কিছু বলবার থাকে,

বাসন্তী হাওয়ার মত বলে দাও মৃদু ইশারায়;

এই বর্ণহীন ঘাস

কিংবা সুনীল আকাশ—

কেউ যেন শুনতে না পায়, যেন দেখতে না পায় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top