Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

চেনা ছড়া – ২

: | : ০৫/০২/২০১৪

চেনা ছড়া 

(৫)
আমরা ছাত্র আমরা বল
আমরা ছাত্রলীগ।
আমরা কেবল হানাহানি
ছড়াই চারিদিক।

(৬)
‘গুণ’টা আসল শোনার পরে
যোগ, বিয়োগ আর ভাগ।
‘নাম কিছু নয়’ – শুনলো যখন
করলো ভীষণ রাগ।

(৭)
নিয়মিত লোডশেডিং তো
সকল খানেই চলছে,
“বিদ্যুৎ খুব দিচ্ছি বেশি” –
সরকার একাই বলছে।

(৮)
পরীক্ষা খুব ভালো দিলেও
সাহসীদের বুক,
ফলাফলের আগের সময়
করে যে ধুকধুক।


মনিরুল হাসান,
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top