Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বুমেরাং

: | : ০৫/০২/২০১৪

 

 

মিথ্যা বলাটা দেখি ইদানিং এক আধুনিক কলা
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর ছলা কলা
বড় লোকি ফ্যাশন এখন দিন দুপুর মিথ্যা বলা
তাই তো সবে হয়ে গেছে গোয়েবলসের চেলা;

 

চেলাদের মিথ্যা বলার ঠেলা – কান জ্বালাপালা
বুমেরাং হয়ে ঠাস্‌ ঠাস্‌ গালে পরে জুতার তলা
যত মারে জোতা তত বেশী নেতা ফাটায় গলা
লজ্জা নাই শরম নাই এরা বুঝি পাবলিকের শালা;

 

জনগণ বুঝে গেছে সব তোমাদের নোংড়া খেলা
ম্যাকিয়াভেলির শিষ্য তোমারা শয়তানের চেলা।

==================================

———————————————————-

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top