Top today
উপহার
প্রেমের পয়সায় কিনি ফুটন্ত গোলাপ
আর খুঁজি তোমাকে। হাসি দেখবো
বলে তোমার, সৌন্দর্যের অদৃশ্য
দেবতাকে ঘুস দেই; মহাবিশ্বের
সমস্ত সৌন্দর্য মেলে ধরুক তোমার
মনের আয়নায়। আর দেবতার কৃপা
পাওয়ার আশায় নিজেকে বলি দেই
বার বার; রক্তের প্রতিদানে তোমার
সামনে মেলে ধরুক শত সহস্র রক্তিম
গোলাপ: আমার দেয়া প্রিয় উপহার।
31-10-2011, জাজিরা।