Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার ২য় গল্পের বই ভূতের পেটে টুনির বাসা- বইটা পাওয়া যাবে “সাহস পাবলিকেশন্স-১৬৯” এর স্টলে

: | : ০৬/০২/২০১৪

Cover Vuter Pete tonir basaহাসবেন না? মুখটা দুখু দুখু করে চিমসাইয়া রাখবেন? এত্ত সোজা না। আপনাকে ক্যামনে হাসাতে হয় সে বিদ্যা আমার জানা আছে। বুঝেছেন এবার?
আমার “ভূতের পেটে টুনির বাসা” বইটা পড়লে হাসতে না পারার ব্যারামটা এক্কেবারে উধাও হয়ে যাবে। হাসতে হাসতে পেটে খিল লেগে যাবে। তারপর বৈদ্য ডেকে এনে হাসির খিল ছুটাতে হবে। তারপরেও যদি হাসি না থামে তবে বইয়ের শেষ গল্পটা পটাপট পড়ে নেবেন। হাসিগুলো পানির মতো ঝরে পড়ে যাবে আর আপনি ভয়ে ঠকাঠক করে কাঁপতে থাকবেন। ভূত আপনার ওপর আছর করবে। আহ্ কি মজা!! কাঁধে ভূত নিয়ে ঘুরবেন। লেঞ্জাওলা ভূত!!
ব্যাপারটা কেমন মজার, নাহ্?

হি: হি: ইত্তান মিত্তান কিত্তান কইলাম!

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top