Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার মনের ভুল

: | : ০৬/০২/২০১৪

(অবশেষে শিশুতোষ একটি অকবিতা লিখেই ফেললুম)

চালতা পাতার আলতা পায়ে
কোথায় তুমি বুলবুলি
সর্ষে ক্ষেতে মৌ’ছির দল
খুঁজে বেড়ায় ফুলকলি ।

শুকনো পাতার মর্মরে কার
হৃদয় বীণা বাজে
সাতটি তারার ফুল দিয়ে
যেমন খুশি সাজে ।

নুপুর দোলে কোমর দোলে
দোলে কানের ফুল
বেতস পাতার মত দোলে
আমার মনের ভুল ।

লাজ রাঙা মুখে তোমার
কলমি ফুলের মায়া
সারা জীবন দিও মোরে
বট বৃক্ষের ছায়া ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top