Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

৷৷ ডনা অশলক ১৯৮৭ ৷৷ (প্রেমিক ফিলিপের হৃদপিন্ড নিয়ে যে বেঁচে থাকে )

: | : ০৭/০২/২০১৪

আবহমান স্রোতসিনী নদী তুমি এই গ্রহে ৷
দুকুল ছাপিয়ে উঠুক ফসল,
উর্বর জনবসতি,মজাগাঙ্ , ধুসর পলিমাটি ৷
অতিত উপাখ্যান বিলীণ হয়ে যাক-
মেনে নিক পরাজয় সে কোন বিধাতা পূরুষ অন্তর্লোকে৷
তাজমহল যদি হয় শাজাহানের বিমূঢ় অমরতা-
প্রস্তর পাহাড় কেটে সারাটি জীবন প্রেমিক ফরহাদ গড়ে ইতিহাস ৷
হেলেন, ক্লিয়োপেট্রা,এন্টোনিরা জড়িয়ে নিক লাখ প্রেমিকের ক্ষুধার্ত দুবাহু৷
লাইলী-মজনু, ইউসুফ জোলেখা যদি হয়
প্রেমের অক্ষয় অমরাবতী !
আবহমান এই গ্রহে তুমিই শুধু
একমাত্র ফিলিপ গার্জার নীলনদ ! – নারী তুমি !!
দুকুল ছাপিয়ে উঠুক ফসল,
উর্বর জনবসতি,মজাগাঙ্ , ধুসর পলিমাটি ৷ ৷
————-

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top