Top today
কালকে পড়া শিখব নিশ্চয়
আমি পড়ি,তুমি পড়
সবাই তবে পড়ে
কেউ জানে না কোন বিষয়ে
পড়তে তবে হবে।
হঠাৎ এসে মাস্টার মশায়
বললেন তবে মোদের
পড়া কি হয়েছে কিনা
বললেন ব্যগ্র কন্ঠে।
আমরা বললাম, জ্বি জ্বি স্যার
পড়া মোদের হয়েছে।
মাস্টার তখন শান্ত হলেন
ধরবেন পড়া মোদের।
বললেন,তুই দাড়া তো
পড়া তবে তো বল।
আমি বললাম-মাস্টার মশায়
রিভিশন তো দিয়ে নেই।
মাস্টার এবার ব্যগ্র কন্ঠে
বললেন এবার দাড়াও।
চলে গেলেন অন্যের কাছে
বললেন,পড়া বল।
রিভিশনতো দিতে হবে স্যার
বলল তবে সেতো।
সবার মুখে একই কথা
স্যার তবে শুনল।
পাশের রুম হতে কঞ্চি এনে
পেটাতে মোদের লাগল।
আমরা বললাম-জ্বি জ্বি স্যার
আর তো তবে নয়
আজকের মত ছেড়ে দিননা?
কালকে পড়া শিখব নিশ্চয়।