Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

এ কোন অপরুপা

: | : ০৭/০২/২০১৪

1796628_227623317421765_1297464315_n

তুমি কি পারোনা আমার হতে
কেন থাকো তুমি তোমার মতে ।
ভালো লেগেছে তোমায় বেশ
তুমি সুন্দর দারুণ তোমার কেশ ।
তোমায় সঙ্গী করে আমি পেলে
জীবনটা যাবেই হেসে খেলে ।

পারোনা কি আমায় ভালবাসতে ।
তোমার সুখে একটুখানি হাসতে ।
চোখে ভাসে…ভাবনায় মনে জাগে
দেখিনি এ পথে কখনো আগে ।
দেখেছি পারিনি তোমায় ভুলিতে
এ মনে আঁকা ছবি যেন রং তুলিতে ।

যেন এলো পরী হয়ে আকাশ থেকে উড়ে,
তুমি চলে গেলে…আমি তাকিয়ে রইলাম
দূর… বহু দূর… বহু দূরে……… ।

********** সমাপ্ত **********
তারিখ : ০৭-০২-২০১৪ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top