Top today
বিবেক
প্রতিটি মুহূর্ত কি ভেবে অকারণে শত অপরাধ
চলার পথে, পথচারী কিংবা নিজের নিবাস স্থল
অপরাধ যত হয় গত বিবেক হয় সোচ্চার,
নত শির একাকিত্ব নির্জন কক্ষে ঝড়ে নয়ন জল।
মনে হয় চলে যাই অজানা জগতে
থাকবে না আর কোন হটকারিতা
নিমিষেই হবে বিলীন যত রাগ যত শত অপরাধ
যা জমানো ছিল, ভাবতেই দুনয়ন নিদ্রাহীন
সংসার আর বেঁচে থাকার তাগিদ কুঁড়ে কুঁড়ে খায়
মুর্হূতেই বিলীন মনের বিবেক যত একাগ্রতায় জাগ্রত ছিল
কেন এমন হয় বেঁচে থাকায়..?