Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

শূণ্য বক্ষপিঞ্জর

: | : ০৮/০২/২০১৪

না যাইনি ওমন আলোয় যেথা –
হিজলের ছায়ায়, রোদের নরম ছোঁয়ায় জেগে উঠে আত্মা ;
হৃদয়হীনতার ছবি এঁকেছি বহু নষ্ট রঙে,
তাই বুঝি প্রেম আর মায়ার রুহু বিদায় নিল
অকারণে !
হৃদয়ের মুখ আমি দেখিনি কভু,
তার যাতনা সয়েছি শুধু ;
একদিন সীমানা কেটে প্রবেশ দেহদেশে,
হইহই করে উঠে সৈন্য-সিপাহী, শিরা-ধমনী,
লাল টিয়ার সেলের ধোয়া পেড়িয়ে দেখি,
শূণ্য গহ্বর আমার বক্ষপিঞ্জরে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top