Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কেউ মনে রাখে না

: | : ০৮/০২/২০১৪

এখনও বেঁচে আছি ; এই তো বেশ
কত পাথর ছুড়ল
হাতি, ঘোড়া মরল
পিষে যেতে পারতাম এক নিমেষ !

রোগ শোক বাঁধে বাসা মাটির ঘরে
কখনও হোঁচট খাই
কখনও ব্যাথা পাই
সু্‌খ, দুঃখের খেলা চলে ধরণীর পরে !

আমার খেলা, আড়াল থেকে কে  খেলে
ফুরিয়ে যায় বেলা
ভেঙে যায় খেলা
সাধের ময়না, উড়াল দেয় পাখনা মেলে !

অতঃপর কি হয় ; কি হয় না
কেউ জানে না খবর
সাড়ে তিন হাত কবর
দুদিন পর আর কেউ মনে রাখে না !!

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top