Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মানুষ মানুষের জন্যে

: | : ০৮/০২/২০১৪

 

 

 

একটা সময় নির্জনতা বেশ ভাল লাগে
একা একা একান্ত নির্জনে
নিজকে নিজে খুঁজি ফিরি এক মনে
ফুর ফুরে নরম গরম চৈতালী হাওয়াই,
দিগন্ত জোড়া বিশাল নীল আকাশে
সামনে সমূদ্রে অন্তহীন নাগর দোলা ঢেউয়ে
দোলে উঠে হৃদয় বিশাল সমূদ্রের তরলের মতোন
গাঙ চিল হয়ে উড়ে দিগন্ত জুড়ে আকাশের নীলে;
সূর্য পাটে গেলে – দল বেঁধে পাখীরা নীড়ে ফেরে
সাগরে ভাটার টান – মাঝি মাল্লার ঘরে ফেরা গান
তখন মন জানি কেন যে করে আনচান
হৃদয়ের অন্দরে রক্তের কাঁপন
হৃদয়ের জন্যে হৃদয়ের অদ্ভুদ নাচন
অদ্ভুদ আনন্দ অনুভূতি ভাল লাগা মুগ্ধ শিহরণ!

 

তাই মানুষ মানুষের কাছে ফিরে আসে
মানুষ মানুষের নয়নের দিকে তাকায়
পথ খুঁজে, আলো খুঁজে,
পথের দিশা খুঁজে অমানিশা অন্ধকারে,
খুঁজে পায় মানুষের চোখের তারায়,
সুখে দুঃখে আপদে বিপদে মানুষের আহ্বানে
জীবন বাজী রেখে মানুষ
মানুষের পাশে এসে দাড়ায় ,
ভাঙ্গা-গড়া এই জীবনে
মানুষ মানুষের জন্যে ভাঙ্গে
মানুষের জন্যে গড়ে,
হৃদয়ের একটু সোহাগ সহানুভূতি,
একটু আদর স্নেহ স্পর্শ
আর্তের বুকে -শিশুর মুখে
হাসি ফুটিয়ে তোলে,
মানুষ মানুষের গানে মুগ্ধ, সুরে বিহ্বল,
মানুষ মানুষের জন্যে মরে
মানুষের জন্যে বাঁচে
কবিতা লেখে, গান গায় নাচে
মানুষ কাঁধে, মানুষ হাসে,
মানুষ মানুষকে ভালবাসে;

 

মানুষ তাই বারে বারে
হাজার বার ফিরে আসে
মানুষকে ভালবেসে
ভালবাসার মানুষের কাছে।

 

 ====================================

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top