Top today
বই মেলা
মাগো আমার অনেক স্বপ্ন বইমেলাটা ঘিরে
দেখব আমি সকল ষ্টল সব পাঠকের ভীরে ।
মাগো আমায় দাওনা কিনে নতুন ক’টি বই
প্রতি বছর নতুন বইয়ের প্রতিক্ষাতেই রই।
আমার ঘরে থরে থরে রাখব আমি যতন করে
নতুন পুরান সকল করিব ভিন্ন স্বাদের বই্
দেখাব আমি আসবে যখন আমার সকল সই।
নতুন কবি নতুন লেখক নতুন বইয়ের মেলা
ছাপার বইয়ের করি কদর করবনা কেউ হেলা।
বই কথা কয় তোমার আমার ধনী গরীবের
শিশু কিশোর যুবক বুড়া চাকর মুনিবের।
বই পড়া যে সবার উচিৎ হোক আমাদের হবি
এই দেশেতে অনেক লেখক অনেক আছেন কবি
তাদের লেখায় মায়ের কথা ফুটে দেশের ছবি।