Top today
অতিথি পাখি
শত শত অতিথি পাখি ডানা মেলে উড়ে
ভাসমান কচুরিপানা জলাশয়টা জুড়ে
সুরমার চণ্ডীপুলের বিশাল জলাশয়
দল বেঁধেছে পাখিগুলো দেখলে চোখ জুড়ায়
উড়ছে তারা আকাশ পানে আপন দু ডানায় ।
আকাশে আজ পাখির মেলা দেখতে চমৎকার
সবাই বলবে লাগছে ভাল অমৎ আছে কার
আকাশ পানে উড়ছে আবার জলে ভিজায় ঠোট
ফুরুৎ করে মাছটি ধরে উড়াল বাঁধে জোট।