Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অতিথি পাখি

: | : ০৮/০২/২০১৪

শত শত অতিথি পাখি ডানা মেলে উড়ে
ভাসমান কচুরিপানা জলাশয়টা জুড়ে
সুরমার চণ্ডীপুলের বিশাল জলাশয়
দল বেঁধেছে পাখিগুলো দেখলে চোখ জুড়ায়
উড়ছে তারা আকাশ পানে আপন দু ডানায় ।
pakhi 1
আকাশে আজ পাখির মেলা দেখতে চমৎকার
সবাই বলবে লাগছে ভাল অমৎ আছে কার
আকাশ পানে উড়ছে আবার জলে ভিজায় ঠোট
ফুরুৎ করে মাছটি ধরে উড়াল বাঁধে জোট।

pakhi 3

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top