Top today
সাদা-কালো
একটি দিন এতো আনন্দ
এতো আয়োজন
কাল কি হবে ভাবছ একবার ?
ইলিশ-পান্তা, কাঁচা মরিচ, পেয়াজ
ছিল তাদের আনন্দের আহার
আজ কেন ? দুর ছাঁই গরীবের খাবার।
মনটা মোদের বেজায় ভাল
চাইলেই হয় সাদা-কালো,
ভালোর চেয়ে মন্দ বেশি
করতে পারলে আরও খুশী।
স্বপ্নে পরিপূর্ণ মানব জীবন
স্বপ্নরাজ্যে করে বিচরণ,
সকল স্বপ্ন হয় না পূরণ
অসম্ভব সব ইচ্ছে গুলো।
ইচ্ছে ছিল অনেক কিছু
করব পূরণ সুযোগ পেলে,
আপন ক্ষমতায় নিজকে হারিয়ে
প্রতিশ্রুতি সব যাই ভুলে।