Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

একুশ বা আটই ফাল্গুন

: | : ০৯/০২/২০১৪

একুশে ফেব্রুয়ারির সেদিন,বাংলায় আটই ফাল্গুন ।
অকালে ঝড়ে যাওয়া টগবগে তাজা প্রাণ,
দেশ মাতার মুখের ভাষা বিনির্মাণ,
রাষ্ট্র ভাষা বাংলা সেই বীরদেরই অবদান।
লাল রক্তে ভেঁজা রাজপথ জলন্ত আগুন,
একুশে ফেব্রুয়ারি বাংলায় আটই ফাল্গুন।।

ekush se din

বঙ্গমাতার মুখের ভাষা হরণকারিদের অংকার
বাংলার সূর্য সন্তানদের দীপ্ত অংঙ্গীকারে চূরমার।
বপিত বীজে স্বাধীনতা অঙ্কুর জন্মায় সেদিন
একুশে ফেব্রুয়ারির বাংলায় আটই ফাল্গুন।।

দাবানল যেন সূর্যের লেলিহান শিখায়
মাগো তোমায় ভাল বাসি বলি বাংলায় ।।
মধ্যরাতের কান্নার সুর বহুগুন যায় বহুদূর
মা গো তোমায় ভালবাসি লাগে কী সুমধুর
দেশপ্রেম মাতৃভক্তি তার সন্তানের মহান গূণ
প্রমাণ একুশে ফেব্রুয়ারি বাংলার সেই ফাল্গুন।
240px-Shaheed_Minar

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top