Top today
তুমি বাংলা অমর দান
বাংলা মোদের মায়ের ভাষা
বাংলা মোদের প্রাণের ভাষা,
ত্রিশ লক্ষ শহীদের দান
তুমি বাংলা অমর দান।
তোমার জন্য দিয়েছে প্রাণ
করেছে নিজেকে শেষ,
অবাক হয়ে চেয়ে রয় পৃথিবী
তোমাদেরি আত্নত্যাগে।
ভাষার জন্য প্রাণ দিতে পারে
চেয়ে দেখে বিশ্বমানব-
অবাক হয়ে তাকিয়ে রয়।
শুধু একটি মুখের ভাষার জন্য
প্রাণ দিয়েছে ঝাকে ঝাকে
নিজের রক্ত ঢেলে দিয়ে
সাগর বানিয়েছে।
চেয়ে রয় এই পৃথিবী
এই বাংলায়,
তুমি বাংলা শহীদের দান
সকল শহীদকে জানাই প্রণাম।