Top today
“আপন ইচ্ছের অবতার”
দুধ সাদা হাজরে আসওয়াদ
পাপের কালিমায় কালো বরণ।
পাপের নেশায় মাতাল হয়ে
পাপের গভীরে একরোখা সরণ।
বিবেকবর্জিত ইচ্ছের দাম্ভিক পথতলে
লুটোপুটি খায় খোদার কালাম।
খিস্তির অশ্লীল শব্দ মুখস্থ করে
ভুলে যাও শালীন সালাম।
সহনশীলতা যেন দুর্বলতার সমার্থক
খায়েশ মত লুটো ফায়দা।
সরলতার দরবারে অসহায়ত্বের মুখোশ পরে
স্বার্থ আদায়ের কুট কায়দা।
ইচ্ছে যেন গরুর বাছুর
অযথা বেতাল নৃত্য।
ন্যায়-অন্যায় অবিবেচ্য;
নৈতিকতা নতশীরে ভৃত্য।
ইচ্ছের গর্ভে বুদ্ধিপ্রতিবন্ধি;
অযৌক্তিক দাবির নাদানী।
তবুও সেই ইচ্ছে বেদবাক্য ধরে
অপরিপক্ব পূজোর আমদানী।
আপন ইচ্ছে ঐশ্বরিক বাণী ধরে
আপনি আপন ইচ্ছের অবতার।
অপরের ইচ্ছে হত্যা করে
কেবলো আপন ইচ্ছের মূখ্য অধিকার।