Top today
বসন্তের কবিতা-১
বসন্ত কি শুধু এজনের…
গাছের পাতা হলুদ হলে
কোকিল কুহ ডাক দিলে
মনটা হঠাৎ হারিয়ে গেলে
একাকীই কি মনে আগুন জ্বলে…?
তখনতো তুমিও
হাত বাড়াও ভালোবাসায় উজার করা
কোন এক জীবন তানে….
বসন্ত কি একাই আসে
শুধু কারো একার হয়ে
সবাই দেখে অনুভবের চোখে
বিষন্নতার ঝাপটা হাওয়ায়
ভিজে গিয়ে রোদ উঠে যায় তক্ষনে
বসন্তকে জানান দিয়ে এ যেন এক
ভালোবাসার মধুর খেয়া বেয়ে
নিয়ে যাওয়া অনেক দূরে….
বসন্ত কি শুধু তোমার একার…
আমাকেও উত্তাল করে
নতুন করে ভাবতে শেখায়
তোমার মধ্যে ডুবে যেতে…..
বার বার বসন্ত আসে
ভালোবাসার খেয়া তানে….।
(সাঈদ চৌধুরী, রচনাকাল রাত ১২টা, ০৮.০২.১৪ইং)