Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

চেনা ছড়া – ৩

: | : ১১/০২/২০১৪

চেনা ছড়া

(৯)
বহু বদ নেতা মনে
রেখে ষড়যন্ত্র,
হাসিমুখে বলে, “মোরা
চাই গণতন্ত্র।”

(১০)
ভালো ভালো মানুষের
মহা গুণ সততা,
অজানা রয়েছে এর
দামখানি কত তা।

(১১)
মানুষের মানবতা
কমছে যে দিনে দিন,
একে যেন অপরের
বিপদেও উদাসীন।

(১২)
যথাযথ এ খবর
জনগণ হাসাতে,
নিয়মিত চুরি হয়
পুলিশের বাসাতে।

মনিরুল হাসান,
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top