Top today
চেনা ছড়া – ৩
চেনা ছড়া
(৯)
বহু বদ নেতা মনে
রেখে ষড়যন্ত্র,
হাসিমুখে বলে, “মোরা
চাই গণতন্ত্র।”
(১০)
ভালো ভালো মানুষের
মহা গুণ সততা,
অজানা রয়েছে এর
দামখানি কত তা।
(১১)
মানুষের মানবতা
কমছে যে দিনে দিন,
একে যেন অপরের
বিপদেও উদাসীন।
(১২)
যথাযথ এ খবর
জনগণ হাসাতে,
নিয়মিত চুরি হয়
পুলিশের বাসাতে।
মনিরুল হাসান,
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।