Top today
ছেলে মেয়ে
ছেলে হোক মেয়ে হোক
সবই সমান ভাই
মেয়ের মত মেয়ে হলে
ছেলে কেন চাই ।
ছেলে নিয়ে জ্বালা বড়
থাকতে চায়না ঘরে
মাস্তান যদি হয় কেহ
রাস্তা ঘাটেই মরে ।
মেয়ে নিয়ে এ যুগে
ভয়ের বালাই নেই
পড়তে যায় ঘরে ফিরে
ব্যস্ত সর্বদাই ।
লেখা পড়ায় মেয়েরা আজ
ছেলের চেয়ে ভাল
চাকুরী আর খেলা ধুলা
যে ক্ষেএেই বলো ।
মায়ের সেবা বাবার সেবা
মেয়েরাই বেশী করে
ছেলেরা তো পর হয়ে যায়
বউ এলেই ঘরে ।
ছেলে মেয়ে সকলকেই
সমান করে তোলো
তাতেই সুখ হবে জাতির
দেশের হবে ভালো ।