Top today
আউট’ল হেয়ালিপনা
আজ খুব জোর বৃষ্টি হলে বেশ হত !
পতন ঘটতো অহং যত আকাশের । জল তরঙ্গের মঞ্চে নাচতো কেউ কাগজে নৌকা হয়ে । ভিজতো জটাধারী পৃথিবীর সেই সব মানুষেরা –
যারা একেকটা নিঝুম দ্বীপ হয়ে বাঁচে ।
আজ একবার খুব জোর বৃষ্টি হলে বেশ হত !
ভেসে হারাতো মৃত্তিকার সব জমাট শীতলতা । চেয়ার টেনে বসতো কেউ সুখ ছাওয়া বারান্দায় । বহু শীত যাবত রোদ পোহানো শুষ্ক শরীর পেতে –
বাষ্পীভূত ওমের লোভে ।
আজ খুব জোর বৃষ্টি হলে বন্য শৃঙ্খলায় আঁকা হতো এ শহরের যত আউট’ল হেয়ালীপনার ইতিহাস ।
৪.২.১৪