Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

“সম্পর্ক”

: | : ১১/০২/২০১৪

দেহের ভিতর দেহ হারাল
মনের ভিতর মন,
দেহে বিনা মন হারালো
শূন্যেরও ভূবন।
মন বিনা দেহ হারাল
আক্ষরিক ভাষা,
গুঢ় রহস্য ইটের তলে
পড়িল চাপা।
মনে মনে মন হারালো;
অদৃশ্য ঘর,
ঝড় তুফানে সব ভাঙ্গিল
অটুট তবু ঘর।
দেহে দেহে ঘর বাঁধিল
তবু হয়নি সংসার,
পেট পুরিয়া অন্ন গিলে
তবু হয়নি আহার।
মনে মনে;দেহে দেহে
কোন্‌টা যে খাঁটি?
ঘর বাঁধিতে কেম্‌নে তবে
খুঁজিস যে ভিটি?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top