Top today
তাই দেখে আমি ভুল করে বলে বসলাম
হলুদ শাড়িতে তোমাকে বেশ লাগল মোহিতা
খোপায় জড়ানো ছিল হলদে ফুল,
তাই দেখে আমি ভুল করে বলে বসলাম
আজ পহেলা ফালগুণ।
শুনে তুমি সে কি হাসি
যেন আমার মস্তবড় ভুল,
মুখ ফুটে বললে-আজ বসন্তের প্রথম দিন।
আমি কিছুটা ভ্যাবাচেকা খেয়ে বুঝলাম
দুটোও সঠিক।
ততক্ষণে তুমি হেসে কুটিকুটি
যেন বিভ্রান্তিতে ফেলে খুব মজা পেলি,
আমি বিস্মিত হয়ে চেয়ে দেখি
তোমার চোখে মুখে গালে
রক্তজবা গোলাপ কামিনী জানা অজানা সব ফুল ফুটে গেছে
ফালগুণী হাওয়া বইছে ধীরে ধীরে।