Top today
ভালবাসা যুগ যুগান্তরে
আম্র কাননে সুভ্র সকালে মুকুলে ভ্রমরার গুনগুন
ফুরফুরে হাওয়া পরম দোলায় আগমনে ফাল্গুন।
হৃদয় কোনে ধুকধুক মনে ভালবাসার স্পন্দনে
না দেখা নয়নে খুঁজি শয়নে স্বপনে সংগোপনে
জানাই ভালবাসা তোমায় এই ফাল্গুনে ।।
এই আলয়ে অপরূপ সুন্দর যাঁর ঈশারায়,
তাঁর সুপারিশে পারাপার সেই দরজায়,
ভালবাসা জানাই তাঁকে সদা সবসময়।
ভালবাসা তাঁকে জানাই ,যাঁর এক ফোটা রক্তকণায়
পেয়েছি সৃষ্টির সেরাতে ঠাঁই,যতনে মমতা করুনায়,
ভ্রমন্ডের মানব কুলকে করিয়েছেন পরিচয়।
ভালবাসা দিবসে ভালাবাসা জানাই মা-বাবা তোমায়।
তুমি ছাড়া অভাগার কোন গতি নাই
যুগ যুগান্তরে ভালবাসা বিলাতে চাই।
এই ধরাতলে আমরা সকলে উরন্ত এক পাখি
অজানা পথে ছুটবো সবাই মায়ার বাঁধন রাখি ।।
টকটকে লাল কৃষ্ণচূড়া আরও শিমুল ফুলে
টিয়ার ঠোঁট ও লাল করেছে শালিক চড়ূই বনে
পুলকিত মনে ভালবাসা জানাই বসন্ত ফাল্গুনে।