Top today
বসন্তের কবিতা-২
এক বসন্ত পার হয়
দুই বসন্ত পার হয়
একে একে হাজার বসন্ত পার হয়…
তবুও জীবনকে মনে হয়
একটি কচি সবুজ লেবু পাতার মত
অযাচিত আনন্দ, আর ভালোলাগা
প্রত্যেকটি মানুষের কাছে থাকা
ভালোবাসাকে আরো বেশী করে
আচ্ছাদিত অনুভূতির দেয়ালে আটকে
নিজেকে প্রিয় মানুষের মধ্যে ডুবিয়ে
এগিয়ে যাওয়া বহমান নদীর মত
এরই নাম জীবন বসন্ত….।
সময়ের কঠিন আবর্তে
চলে যাওয়া একেকটি দিন
নিজেকে খুজেঁ না পাওয়ার অপরাধবোধ
ম্রিয়মান হয়ে শীতল বাতাস বয়ে
একটি নতুন দিন নিয়ে আসে
হলদেটে ফুলে আবৃত চারিপাশে
বোধগম্যতার নতুন দিগন্তে উদ্ভাশিত
তরুন মনে, না পাওয়ার আক্ষেপকে
ভ্রুকুটিত করে শিমুল বনে স্বপ্ন আকেঁ
এই একেকটি বসন্তে
জীবনের ঐকতানে নতুন আনন্দে ।
সবাইকে বসন্তের শুভেচ্ছা ।(সাঈদ চৌধুরী, রচনাকাল রাত ১২টা, ১২.০২.১৪ইং)