Top today
আয়না বুবুর পুত
আয়না বুবু বায়না ধরে, যাচ্ছে হেঁটে মেলাতে
রেগেমেগে ফায়ার বুবু, ভিড়ের ঠেলি ঠেলাতে
বই কিনেছেন হরেক রকম, আরো ভূতের বই
ঘরে ঢুকে প্যাকেট খুলে, লাগছেরে হই চই
বই থেকে এক ভূত বেরুলো, ভূতটা কেমন করে
এই না দেখে দাদা-দাদী, চিৎ হয়ে যায় পড়ে
দেৌড়াদেৌড়ি ঘরের ভেতর, ধরছে ঠেঁসে ভূত
ভেংচি মেরে দাঁড়ায় হেসে, আয়না বুবুর পুত!!